প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন ক্যাথারসিস ট্রেনিং সেন্টারের জাপানীজ ভাষা প্রশিক্ষণ কোর্ষে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ ৩১ ডিসেম্বর।
কোর্স আউট লাইন
প্রশিক্ষণের বৈশিষ্ট্য
১। কোর্সের মেয়াদঃ জাপানীজ ভাষা ঘ৫ লেভেল (৩ মাস) জাপানীজ ভাষা ঘ৪ লেভেল (৩ মাস) ২। কোর্স ফিঃ ঘ৫ লেভেল (১২,০০০/=) ঘ৪ লেভেল (১০,০০০/=) ৩। আসন সংখ্যাঃ জাপানীজ ভাষা ঘ৫ লেভেল (২০ জন) জাপানীজ ভাষা ঘ৪ লেভেল (১০ জন) ৪। ক্লাসের সময়ঃ সপ্তাহে ৫ দিন (প্রতিদিন ২ ঘন্টা) ৫। ক্লাশ শুরুর সময়ঃ ০২ জানুয়ারি
১। জাপানি ভাষায় দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ। ২। প্রতি মাসে ১ – ২ লক্ষ টাকা আয় এবং ভিসা পরিবর্তন করে নাগরিকত্ব লাভের সুযোগ। ৩। দেশে অবস্থিত জাপানি কোম্পানিতে চাকুরীর সুযোগ। ৪। ট্রেনিং সেন্টারের ডরমেটরিতে থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে। ৫। প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারীদের চাকরি প্রাপ্তিতে পূর্ণ সহায়তা প্রদান। ৬। প্রশিক্ষণ কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের বাংলাদেশ কারিগরি
১। শিক্ষাগত যোগ্যতাঃ এস.এস.সি/সমমান পাশ হতে হবে ২। বয়সঃ ১৮ হতে ৩৫ বছর